

সম্পাদক পরিচিতি
শোয়াইব জিবরান
শোয়াইব জিবরান- এর জন্ম ১৯৭১ সালের ৮ এপ্রিল মৌলবীবাজার জেলার আযমত শাহ্ কুটিরে।
পড়ালেখা স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, সিলেট এম সি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ এবং পাঠ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুখথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন’স ইউনিভার্সিটি, কানাডা থেকে।
পেশাগতজীবন শুরু সাংবাদিকতা দিয়ে। কাজ করেছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিসেবে। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের অধ্যাপক।
প্রকাশিত গ্রন্থ অর্ধশতাধিক। তারমধ্যে কাঠ চেরাইয়ের শব্দ (বাংলা একাডেমি, ১৯৯৬), কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল (বাংলা একাডেমি, ২০০৯), কথা কবিতা ও শিক্ষা (ধ্রুবপদ,২০১০), শিক্ষার শত বছর: রামমোহন থেকে নজরুল (সহজপাঠ, ২০১০), প্রাচীন পুথির পৃষ্ঠা হতে (জংশন, ২০২০) ইত্যাদি উল্লেখ্যযোগ্য।

শোয়াইব জিবরান
শোয়াইব জিবরান- এর জন্ম ১৯৭১ সালের ৮ এপ্রিল মৌলবীবাজার জেলার আযমত শাহ্ কুটিরে।
পড়ালেখা স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, সিলেট এম সি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ এবং পাঠ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুখথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন’স ইউনিভার্সিটি, কানাডা থেকে।
পেশাগতজীবন শুরু সাংবাদিকতা দিয়ে। কাজ করেছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিসেবে। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের অধ্যাপক।
প্রকাশিত গ্রন্থ অর্ধশতাধিক। তারমধ্যে কাঠ চেরাইয়ের শব্দ (বাংলা একাডেমি, ১৯৯৬), কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল (বাংলা একাডেমি, ২০০৯), কথা কবিতা ও শিক্ষা (ধ্রুবপদ,২০১০), শিক্ষার শত বছর: রামমোহন থেকে নজরুল (সহজপাঠ, ২০১০), প্রাচীন পুথির পৃষ্ঠা হতে (জংশন, ২০২০) ইত্যাদি উল্লেখ্যযোগ্য।