

সম্পাদক পরিচিতি
যতীন সরকার
যতীন সরকারের জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে (৩ ভাদ্র ১৩৪৩, ১৮ আগস্ট ১৯৩৬)।
দীর্ঘ চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ : ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’, ‘বাংলাদেশের কবিগান’, ‘বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘সংস্কৃতি সংগ্রাম’, ‘মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব’, ‘গল্পে গল্পে ব্যাকরণ’, ‘দ্বিজাতিতত্ত্ব, নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা’, ‘সংস্কৃতি ও বুদ্ধজীবি সমাচার’, ‘আমাদের চিন্তাচর্চার দিকদিগন্ত’, ‘ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ’, ‘ভাষা-সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনাচিন্তা’, ‘প্রাকৃতজনের জীবনদর্শন’, ‘সত্য যে কঠিন’, ‘আমাদের রবীন্দ্র অবলোকন’।
সম্পাদিত গ্রন্থ : ‘সোনার তরী’, ‘প্রসঙ্গ : মৌলবাদ’, ‘জালালগীতিকা সমগ্র’।
মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী : পাকিস্তানের জন্ম মৃত্যু-দর্শন’ (প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কারে সম্মানিত)।
সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী’র সাবেক সভাপতি এবং ত্রৈমাসিক ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র, পত্রিকার সম্পাদক।
যতীন সরকার এক পুত্র ও এক কন্যার জনক।

যতীন সরকার
যতীন সরকারের জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে (৩ ভাদ্র ১৩৪৩, ১৮ আগস্ট ১৯৩৬)।
দীর্ঘ চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ : ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’, ‘বাংলাদেশের কবিগান’, ‘বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘সংস্কৃতি সংগ্রাম’, ‘মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব’, ‘গল্পে গল্পে ব্যাকরণ’, ‘দ্বিজাতিতত্ত্ব, নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা’, ‘সংস্কৃতি ও বুদ্ধজীবি সমাচার’, ‘আমাদের চিন্তাচর্চার দিকদিগন্ত’, ‘ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ’, ‘ভাষা-সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনাচিন্তা’, ‘প্রাকৃতজনের জীবনদর্শন’, ‘সত্য যে কঠিন’, ‘আমাদের রবীন্দ্র অবলোকন’।
সম্পাদিত গ্রন্থ : ‘সোনার তরী’, ‘প্রসঙ্গ : মৌলবাদ’, ‘জালালগীতিকা সমগ্র’।
মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী : পাকিস্তানের জন্ম মৃত্যু-দর্শন’ (প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কারে সম্মানিত)।
সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী’র সাবেক সভাপতি এবং ত্রৈমাসিক ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র, পত্রিকার সম্পাদক।
যতীন সরকার এক পুত্র ও এক কন্যার জনক।