

সম্পাদক পরিচিতি
সাখাওয়াৎ আনসারী
জন্ম ১৯৬৩ সালের ২৮ শে জুলাই ঢাকা জেলার কেরানীগঞ্জের চুনকুটিয়া গ্রামে, মামাবাড়িতে। স্থায়ী নিবাস: কায়েতপাড়া, ধামরাই, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন ১৯৮৮ সালে ভাষাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে; পিএইচ ডি করেছেন ২০০৭ সালে বাংলাদেশে বাংলা ভাষা পরিকল্পনার স্বরূপ (১৮০০-২০০০) বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালেয় ভাষাবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে; বর্তমানে নিযুক্ত অধ্যাপক হিসেবে।
অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারীর আগ্রহের কতিপয় গবেষণাক্ষেত্র হলো আইনি ভাষাবিজ্ঞান, সমাজভাষাবিজ্ঞান, ভাষা-পরিকল্পনা ও ভাষানীতিশাস্ত্র, লেখনরীতিচর্চা। উল্লিখিত বিষয়গুলোতে সম্পন্ন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাকর্ম। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো শিরোনাম ভাষাশাস্ত্র, বাংলাদেশের সংবিধান : ভাষা-সংশোধন প্রস্তাব, ভাষার কথকতা, বাংলাদেশের সংবিধানের ভাষা : সমস্যা ও সমাধান, শিক্ষাচিন্তার নানা দিক, বিচিত্র সমাজচিত্র, বাংলাদেশে ভাষা-পরিকল্পনা ও ভাষানীতি, প্রবচনভাষ, নিস্কালে রেখে যাই প্রথানাশী কালের স্বাক্ষর এবং মুনীর চৌধুরী : পোট্রেইট অব এ লিংগুইস্ট। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো রাজীব হুমায়ুন : কৃতি ও স্মৃতি। সংবিধানে ভাষা, সংবিধানের ভাষা শীর্ষক তাঁর একটি গ্রন্থ বর্তমানে প্রকাশের পথে। তাঁর সম্পাদনায় দশ খন্ডে সমাপ্য বাঙালির ভাষাচিন্তা শীর্ষক বৃহদাকৃতির একটি সংকলনগ্রন্থ প্রকাশের কাজ দ্রুত এগিয়ে চলেছে: তাঁর সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে মুহম্মদ আবদুল হাই জন্মশতবার্ষিক স্মারকগ্রন্থও।
সমকালীন নানা বিষয় নিয়ে তিনি কলাম লিখছেন দীর্ঘকাল ধরে প্রথম আলো, সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, ভোরের কাগজসহ নানা জাতীয় দৈনিক পত্রিকায়। তিনি সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। এমনই কয়েকটি হলো - প্রধান উপদেষ্টা: সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব লিংগুইস্টিকস, সভাপতি: অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব লিংগুইস্টিকস, ঢাকা ইউনিভার্সিটি, সাধারণ সম্পাদক: অধ্যাপক রাজীব হুমায়ুন স্মৃতি পরিষদ, সম্পাদক: বাংলাদেশ ভাষা সমিতি এবং আহ্বায়ক: ধর্ষণ-বিরোধী মঞ্চ।
ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকার অ্যানেসথেশিওলজি বিভাগ স্পেশালিস্ট হিসেবে কর্মরত ডা. শাওয়ানা বেগম তাঁর স্ত্রী এবং ফাইরূয দাইয়ান (সৌভিক) ও ওয়াসিক তাজওয়ার (সৌমিক) তাঁর দুই পুত্রসন্তান।

সাখাওয়াৎ আনসারী
জন্ম ১৯৬৩ সালের ২৮ শে জুলাই ঢাকা জেলার কেরানীগঞ্জের চুনকুটিয়া গ্রামে, মামাবাড়িতে। স্থায়ী নিবাস: কায়েতপাড়া, ধামরাই, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন ১৯৮৮ সালে ভাষাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে; পিএইচ ডি করেছেন ২০০৭ সালে বাংলাদেশে বাংলা ভাষা পরিকল্পনার স্বরূপ (১৮০০-২০০০) বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালেয় ভাষাবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে; বর্তমানে নিযুক্ত অধ্যাপক হিসেবে।
অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারীর আগ্রহের কতিপয় গবেষণাক্ষেত্র হলো আইনি ভাষাবিজ্ঞান, সমাজভাষাবিজ্ঞান, ভাষা-পরিকল্পনা ও ভাষানীতিশাস্ত্র, লেখনরীতিচর্চা। উল্লিখিত বিষয়গুলোতে সম্পন্ন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাকর্ম। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো শিরোনাম ভাষাশাস্ত্র, বাংলাদেশের সংবিধান : ভাষা-সংশোধন প্রস্তাব, ভাষার কথকতা, বাংলাদেশের সংবিধানের ভাষা : সমস্যা ও সমাধান, শিক্ষাচিন্তার নানা দিক, বিচিত্র সমাজচিত্র, বাংলাদেশে ভাষা-পরিকল্পনা ও ভাষানীতি, প্রবচনভাষ, নিস্কালে রেখে যাই প্রথানাশী কালের স্বাক্ষর এবং মুনীর চৌধুরী : পোট্রেইট অব এ লিংগুইস্ট। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো রাজীব হুমায়ুন : কৃতি ও স্মৃতি। সংবিধানে ভাষা, সংবিধানের ভাষা শীর্ষক তাঁর একটি গ্রন্থ বর্তমানে প্রকাশের পথে। তাঁর সম্পাদনায় দশ খন্ডে সমাপ্য বাঙালির ভাষাচিন্তা শীর্ষক বৃহদাকৃতির একটি সংকলনগ্রন্থ প্রকাশের কাজ দ্রুত এগিয়ে চলেছে: তাঁর সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে মুহম্মদ আবদুল হাই জন্মশতবার্ষিক স্মারকগ্রন্থও।
সমকালীন নানা বিষয় নিয়ে তিনি কলাম লিখছেন দীর্ঘকাল ধরে প্রথম আলো, সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, ভোরের কাগজসহ নানা জাতীয় দৈনিক পত্রিকায়। তিনি সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। এমনই কয়েকটি হলো - প্রধান উপদেষ্টা: সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব লিংগুইস্টিকস, সভাপতি: অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব লিংগুইস্টিকস, ঢাকা ইউনিভার্সিটি, সাধারণ সম্পাদক: অধ্যাপক রাজীব হুমায়ুন স্মৃতি পরিষদ, সম্পাদক: বাংলাদেশ ভাষা সমিতি এবং আহ্বায়ক: ধর্ষণ-বিরোধী মঞ্চ।
ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকার অ্যানেসথেশিওলজি বিভাগ স্পেশালিস্ট হিসেবে কর্মরত ডা. শাওয়ানা বেগম তাঁর স্ত্রী এবং ফাইরূয দাইয়ান (সৌভিক) ও ওয়াসিক তাজওয়ার (সৌমিক) তাঁর দুই পুত্রসন্তান।