Arthoniti Chinta
Arthoniti Chinta

সম্পাদক পরিচিতি

সংস্কৃতিচিন্তার খন্ড সমূহ

সংস্কৃতি সম্বন্ধে সাধারণ আলোচনা - এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ প্রভৃতি নিয়ে সাজানো হয়েছে খন্ডটি। বাংলাদেশের মানুষের কাছে ‘সংস্কৃতি’ শব্দটি প্রায় বিমূর্ত। শব্দটি বাংলাভাষায় গৃহীত হবার পর থেকে আজ পর্যন্ত যত বিভ্রান্তি ও তর্ক-বিতর্ক তৈরি করেছে, আর কোনো শব্দ তা করেছে বলে মনে হয় না। দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষাবঞ্চিত জনগণ তো বটেই, এমনকি বহু ‘শিক্ষিত’ লোককেও বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে ভুগতে দেখা যায়। এ খন্ডের রচনাগুলো এতদিনকার বিভ্রান্তি ঘোচাতে সাহায্য করবে বলে আশা করা যায়।

ভারতীয় সংস্কৃতি ও বাঙালি সংস্কৃতির স্বরূপ সন্ধান, এর চারিত্র-বৈশিষ্ট্য সম্বন্ধে মতামত ও বিশ্লেষণ ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে খন্ডটি। বাঙালির সংস্কৃতি, বাংলা সংস্কৃতি এবং কখনো সর্বভারতীয় সংস্কৃতি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন বাঙালি চিন্তাবিদেরা। অর্থাৎ জীবনযাপন ও জীবনাচরণের প্রতিটি অনুষঙ্গ নিয়েই প্রশ্ন করেছেন, ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন, বিতর্কও উত্থাপন করেছেন তাঁরা। বাঙালি সংস্কৃতির আলোচনায় যেমন একটি সমন্বিত রূপ খোঁজার চেষ্টা হয়েছে, সেইসঙ্গে অনিবার্যভাবে এসেছে ধর্মের প্রসঙ্গ, বিশেষ করে হিন্দু-মুসলমান বিরোধ ও ঐক্যের প্রসঙ্গও।


এ খন্ডে বাঙালির সংস্কৃতি-সংক্রান্ত আলোচনায় একটি অনিবার্য বিষয় হিসেবে এসেছে মুসলমান জনগোষ্ঠীর প্রসঙ্গ। যেহেতু মুসলমানরা বহুদিন পর্যন্ত নিজেদের বাঙালি বলে মনেই করত না, আবার হিন্দুরাও মুসলমানদেরকে কখনো বাঙালি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে করেনি, তাই চিন্তাবিদেরা তাঁদের এ-সংক্রান্ত লেখায় মূলত এই ধারণাগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মুসলিম সংস্কৃতির চারিত্র-বৈশিষ্ট্য, মুসলমানদের বাঙালিত্ব, হিন্দু-মুসলিম বিরোধ ইত্যাদি নিয়েও খোলামেলা কথা বলেছেন তাঁরা। নানাবিধ তর্কে-বিতর্কে বাঙালি সংস্কৃতি-বিষয়ক আলোচনাগুলো আরো প্রাণবন্ত এবং কৌতূহলোদ্দীপক হয়ে উঠেছে।

সংস্কৃতি সম্বন্ধে বিবিধ আলোচনা নিয়ে সাজানো হয়েছে খন্ডটি। সংস্কৃতির সঙ্গে অন্যান্য বিষয়ের-যেমন ধর্ম, প্রকৃতি, সমাজ, সভ্যতা, গণতন্ত্র, সমকাল প্রভৃতির সম্পর্ক, সংস্কৃতির সংকট ও ভবিষ্যৎ, গণমাধ্যমের ভূমিকা, সমকালীন সংস্কৃতি, সংস্কৃতির নানা রূপ ও ধরন প্রভৃতি বিষয় উঠে এসেছে এ খন্ডের রচনাগুলোতে। এসব বিষয়ে পরস্পরবিরোধী মতও লক্ষ করা গেছে। এই ধরনের নানা আলোচনায় এই সংকলনটি পাঠকের কাছে কৌতূহলোদ্দীপক ও আদরণীয় হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।